সেদিন দুজনে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৫৯:৪৪ দুপুর
সেদিন দুজনে বাড়ির উঠোনে, কত কথা হল দুজনা।
সেই স্মৃতিটুকু যদি পড়ে মনে, চুল নিয়ে চুলোচুলি করনা।।
সেদিন কি হল সবই তোমরা জান, মইন ফখরুর জাল ছিলযে ছড়ানো
এত সহজে ভুলে গেল কেন, এতো ভুলো মন ভালনা, ভালনা।।
উকুন বাছার ছলে কত খুনশুটি, হেসে হেসে হসে কত লুটোপুটি
কে জানি কি হল হাতে নিলে বটি, দুজনে দুজনে করছ কাটাকাটি
এখন তোমরা নাহি আগের মতো, ঝগড়া-ঝাটি করছ অবিরত
কিছুতেই তোমাদের বোঝানো গেলনা, তোমরা বুঝ শুধুই ছলনা।।
বিষয়: বিবিধ
১২৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন