শুধু যাওয়া আসা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৪৯:২৭ দুপুর
শুধু যাওয়া আসা
পেয়েছি যা, খেয়েছি তা
পেট পুরে ঠাসা।
সেই থেকে শুরু
শুধু যাওয়া আসা।।
?
পেট তো বুঝেনা
কি ছিল মনের আশা
খেয়েছি যা, হয়েছে তা
শুধুই দুরাশা।
সেই থেকে শুরু
শুধু যাওয়া আসা।।
?
আমিতো বুঝিনি
অতিভোজনে হতে হবে
এমন দুরাশা
সেই থেকে শুরু
শুধু যাওয়া আসা।।
বিষয়: বিবিধ
১৫৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন