কসম আল্লাহর ক্রসেড এবার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ০২:১১:৩২ রাত
কাটা তারে ঝুলছিল আর চাইছিল দাও একটু পানি
বুলেট এসে বিধল গায়ে বোনটি আমার নাম ফেলানি
বিক্ষা-তো নই মজুরী খেটে এক মুঠো চাল-ভাতের আশায়
বেচেঁ থাকার স্বপ্ন বিভোর গিয়েছিল সে পাশের বাসায়
সেটাই হল কাল, মিথ্যে চুরির অভিযোগে হল নাজেহাল
বোনটি আমার অবুঝ ছিল, সবে মাত্র ছাড়ল শিশুকাল
ভেবেছিল কি আর হবে, যদি পাশের বাড়ী যাই
হাতের কাজটি চেয়ে নেব, যদি একমুঠো ভাত পাই
বৃথাই হল জন্ম আমার, শুধু তাকিয়ে ছিলাম দূরে
পাশের বাড়ীর কর্তা যখন, বন্দুকে তার বুলেট পুরে
হায় ভাবিনি বোন ফেলানি নিশানা হবে সেই বুলেটের
পাখি মারার আগে কর্তা ঝালাই করলেন সেই বন্দুকের
বিচারের বাণী নিভৃতে কাদেঁ বেকুসুর খালাশ কর্তা বাবু
ভাবতে গিযে অবাক হলাম সাফাই স্বাক্ষী এপারের বুবু
কসম আল্লাহর নিলাম আজ চোখে ভাসে ফেলানীর বদন
ক্রুসেডের ডাক দিয়ে গেলাম, মিশন এবার বেঈমান খতম
বিষয়: বিবিধ
১৬০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন