স্বপ্ন দেখি ভোরের শিশির
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৫২:১১ দুপুর
স্বপ্ন দেখি খুব বেশী নয় বিন্দু শিশির জল
ঈমান আমল আকড়ে ধরে নিজের মতই চল
চাইনা আমি চাপিয়ে দিতে হরেক বাহানা
দুনিয়াটা ক্ষনিক মায়া অন্য কিছু না
চাইনা আমি তেমন কিছু তোর কাছে আর
চাল চলনে কোথাও যেন না থাকে অহংকার
ন্যায় অন্যায় ভেদ ভেধা-ভেদ বুঝেশুনে চল
মিথ্যাটাকে ছুড়ে ফেলে সত্য কথা বল
চলার পথে আসবে শত ঝড় তুফানের ঢেউ
ঈমানটাকে আকড়ে থাকিস হোক পরাজয় তা-ও
চাইছি নাকি বেশী কিছু এইতো ছোট্ট আশা
তুইযে আমার স্বপ্ন দেখার ভূবন ভালবাসা
বিষয়: বিবিধ
২০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন