স্বপ্ন দেখি ভোরের শিশির

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ০২:৫২:১১ দুপুর



স্বপ্ন দেখি খুব বেশী নয় বিন্দু শিশির জল

ঈমান আমল আকড়ে ধরে নিজের মতই চল

চাইনা আমি চাপিয়ে দিতে হরেক বাহানা

দুনিয়াটা ক্ষনিক মায়া অন্য কিছু না

Rose

চাইনা আমি তেমন কিছু তোর কাছে আর

চাল চলনে কোথাও যেন না থাকে অহংকার

ন্যায় অন্যায় ভেদ ভেধা-ভেদ বুঝেশুনে চল

মিথ্যাটাকে ছুড়ে ফেলে সত্য কথা বল

Rose

চলার পথে আসবে শত ঝড় তুফানের ঢেউ

ঈমানটাকে আকড়ে থাকিস হোক পরাজয় তা-ও

চাইছি নাকি বেশী কিছু এইতো ছোট্ট আশা

তুইযে আমার স্বপ্ন দেখার ভূবন ভালবাসা

বিষয়: বিবিধ

২১৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File