ছি হাসুবু ছি!

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৩২:১১ দুপুর



সাজুগুজু তাকেই মানায় যে জানে সাঁজতে

তাইনা দেখে রোজই দেখি হাসুবু কাঁদতে

মন ভাল যার সব ভাল তার সাদা আর কালো

হিংসা বিদ্বেষ ঝেড়ে ঝুড়ে প্রেমের আলো জ্বালো

I Don't Want To See

নোংরা কথা তাকেই মানায় যার কাছে নাই বোধ জ্ঞান

যার কাছে নেই শিক্ষার আলো ভাল মন্দের নাই ব্যাবধান

লালা ঝড়ে দেখলে পরে নারী সাঁজের কি প্রয়োজন

এমন কথা তাকেই মানায় যার কাছে নেই মান সম্ভ্রম

I Don't Want To See

ছি হাসুবু ছি! তোমার কাছে এমন ভাষা আশা করিনি

দেখতে শুনতে মন্দ তোমায় কেউতো বলেনি

তবুও তুমি কেন খুঁজে পাও অন্য নারীর মন্দ

সবার আগে ধূয়ে মুছে নাও নোংরা মনের দ্বন্দ

I Don't Want To See

তবে তোমায় বলবে সবাই ভাল ভাল ভাল

হাসুবু সবার সেরা দূর করেছে মনের যত কালো

তবেই লোকে বলবে তখন ব্যাবহারে বংশের পরিচয়

তাতেই তোমার, তাতেই আমার, সবার মংগল হয়

বিষয়: বিবিধ

১৫০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File