ফিরে এসো
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ সেপ্টেম্বর, ২০১৩, ০৭:৫৭:০৭ সন্ধ্যা
বউ দিয়েছে আড়ি, গেছে বাবার বাড়ি
বউ রাখেনা আমার মনের খবর
আমার একলা থাকতে লাগে ভীষণ ডর!
পড়বেনাতো! জিন ভূতের আছর!!
রাতে জেগে থাকি, কত কথা ভাবি
কেন মিছে ভাবছে আমায় পর
আমার একলা থাকতে লাগে ভীষণ ডর!
তোমার জন্য পরান করে ধরফর
আর কত রেগে, থাকবে একা রেখে
ক'দিন ধরে কেমনজানি লাগছে জ্বর জ্বর
আমার একলা থাকতে লাগে ভীষণ ডর!
তুফান বেগে মনের মধ্যে হচ্ছে ভীষণ ঝড়
বিষয়: বিবিধ
১২৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন