শৈশবের গান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৫৪:৫১ সকাল
আমি জানিনোতে ছোট্ট এই জীবনের কি মানে
কোথা থেকে এলেম আবার যাব কোন খানে
আমি জানিনাতো কেন আজ ভাবছি এই সব
আমার শুধু ইচ্ছে করে ফিরে পেতে শৈশব
আমার ভাল লাগেনা জীবন এমন যান্ত্রিক নিয়মে
আটটা পাঁচটা অপিস করে আটকে থাকা জেমে
আমার দমটা যেন বন্ধ হয়ে যাবার উপক্রম
টানা হেচড়ার সংসার আমার রুটি রুজগার কম
তবুও আমার এসব নিয়ে নেই মাথা ব্যাথা
আমার শুধু ইচ্ছে করে ভাবতে শৈশবের কথা
ভর দুপুরে মাঝ পুকুরে প্রথম সাঁতার কাটা
দ্বিধা দ্বন্দের দোলায় থেকে প্রথম গোঁফ ছাটা
সেই যে প্রথম ভাল লাগার কুমিরার মিরু
বলতে বলতে হয়নি বলা কাঁপা বুক দুরু
জানি নাতো আমার কেন এমন মনে হয়
জীবন মানে শৈশব ছাড়া অন্য কিছু নয়
আম চুরীর অপরাধে কানে ধরে উঠবশ করা
সরল অংক ভাল্লাগেনা তাই লিখতাম বসে ছড়া
এসব দেখে হাল ছেড়ে বাবার মেজাজ কড়া
মা বলতেন রাগ করিসনা ভাতটা আছে বাড়া
শৈশব আমার সাদামাটা আর তেমন কিছু নয়
তবুও আমার কাছে জীবন মানে শুধুই শৈশবময়
(প্রতিটা লাইন সাত শব্দে আবদ্ধ করা হয়েছে, যেটা আমার নিজের কাছেই ভাল লেগেছে খুব)
বিষয়: বিবিধ
১৪১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন