সমর্পণ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ জানুয়ারি, ২০১৩, ০৪:২২:৪৫ বিকাল
বৃষ্টি পড়ছে পড়ুক
উদাস কিন্তু হচ্ছিনা
মন উড়ছে উডুক
কাউকে কিন্তু দিচ্ছিনা
আমি বৃষ্টিতে ভিজে ভিজে
কারো কথা ভাবছিনা
নীলাকাশে মেঘ ভাসছে ভাসুক
আমি কিন্তু ভাসছিনা
এক শালিকে দুঃখ বাড়ে
সেই কথাটা মানছিনা
আমি আকাশ দেখে দেখে
কারো কথা ভাবছিনা
মধ্যবিত্তের ছেলে বলে
বলতে কিছু পারছিনা
আমার নাহয় সংকটের দায়
বুঝতে কেন পারছনা
এভাবে কি পুষে রাখা যায়!
আমি আর পারছিনা
বিষয়: বিবিধ
১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন