টোকাই ভাবনা, ছররা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ আগস্ট, ২০১৩, ০৭:৪৪:৫৪ সন্ধ্যা

আমি যদি তুমি হতাম, তুমি হতে আমি
তখন বল কোথায় পেতে, জুতো জামা দামি![]()
তখন তোমার থকত বলো! এমন কথার ঝাজ!
আজকে যেমন আমায় দেখে, বলছ মতলব বাজ![]()
আমিতো ভাই পথের টোকাই, এটা সেটা খুঁজি
তোমার ঘরের কাছে এলে, বলছ আমায় পাজি![]()
আমি যদি তুমি হতাম, তুমি হতে আমি
তখন কিন্তু তোমার মতো, হতামনা এই আমি![]()
দু'টো জামার একটি দিতাম, বলতাম ভাই আমার
আমরা যদি না তাকায়, কে তাকাবে আর
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন