টোকাই ভাবনা, ছররা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ আগস্ট, ২০১৩, ০৭:৪৪:৫৪ সন্ধ্যা
আমি যদি তুমি হতাম, তুমি হতে আমি
তখন বল কোথায় পেতে, জুতো জামা দামি
তখন তোমার থকত বলো! এমন কথার ঝাজ!
আজকে যেমন আমায় দেখে, বলছ মতলব বাজ
আমিতো ভাই পথের টোকাই, এটা সেটা খুঁজি
তোমার ঘরের কাছে এলে, বলছ আমায় পাজি
আমি যদি তুমি হতাম, তুমি হতে আমি
তখন কিন্তু তোমার মতো, হতামনা এই আমি
দু'টো জামার একটি দিতাম, বলতাম ভাই আমার
আমরা যদি না তাকায়, কে তাকাবে আর
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন