জনতা জেগেছে বাকশাল চাইনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫৭:১৩ দুপুর

মুখোশের আড়ালে

দানবীয় হায়না

জনতা জেগেছে

বাকশাল চাইনা

@

ওপারের ইশারায়

এপারে টেকা দায়

ফেলানীরা ঝুলে যায়

প্রতিবাদ হয়না

জনতা জেগেছে

বাকশাল চাইনা

@

বিভেদের বীজ বুনে

বুলেটের গান শুনে

আতঙ্ক জনমনে

গুম আর লাশ দিয়ে

গণতন্ত্র হয়না

জনতা জেগেছে

বাকশাল চাইনা

@

শাহবাগের ধোঁয়া তুলে

যদি ভাব যাবে ভুলে

নিজেকে যতই ভাব শেয়ানা

বিডিআর এর হিশেব হবে

রেহাই কিন্তু হবেনা

জনতা জেগেছে

বাকশাল চাইনা

@

শেয়ারবাজার, ব্যাংক লুটে

কে খেয়েছে চেটে পুটে

ইলিয়াস গুম আর সাগর রুনির ঘটনা

যতই তুমি ভোলাতে চাও

আমরা কিন্তু ভুলছিনা

জনতা জেগেছে

বাকশাল চাইনা

বিষয়: বিবিধ

১১৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File