إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا﴾ ইযা যুল যিলাতিল আরদু যিল যা লাহা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ আগস্ট, ২০১৩, ০৭:৪৯:৪৫ সন্ধ্যা
ঐশীর রিমান্ড ডিমান্ড করেনা শিশু আইনে
কেঁচো খুড়তে শাপ আসে কিঁনা কে-জানে!
এমনই এক বাণী শুনালেল চৌপায়ি মিজান
সময়ে পাইনা তারে অসময়ে দেয় আযান
দেখি এবার চুলতানা বেবীখালা কি বলে?
উথাল হাওয়ায় বাজার গরম চেতনার পালে
শাহাবাগে বশে ছিল যে তেতুলের বাজার
সেটা আজ দেখিয়ে দিল কিযে মজাদার
বহবা সাবাস সাহবাগ আর তেতুলের আড়ৎ
দুনিয়া হতবাক আজ দেখে তোমার মহরত
সবেমাত্র শুরু কাপেঁ বুক দুরু হায়!
চেতনার এমন যাতনায় বলুন কোথা যায়
পঁচন যখন ধরে অস্থি মজ্জা হাড়ে
সমাজ যখন উঠে যায় অসভ্যতার ঘাড়ে
ইযা যুল যিলাতিল আরদু যিল যা লাহা
থেকে থেকে মনে পড়ে কেন জানি আহা!
বিষয়: বিবিধ
১৭১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন