আমাদের পুলিশ!!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ আগস্ট, ২০১৩, ০২:০০:৫৭ দুপুর
দিব একটা কানের নিচে চটকানা
তুইতো দেখি পুরাই একটা দিনকানা
আদব কায়দা কিছুইতো আর শিখলিনা
দেখলে পুলিশ সালাম দেয়া মানা?
আমরা এখন দেশের হর্তা কর্তা
কত করলাম মন্ত্রী মিনিষ্টার ভর্তা
জয়নালরে দিলাম মাথায় তুলে আছার!
হইছে নাকি সেই কম্মের বিচার!
এইযে এতো শিবির মারি ধরি
কথায় কথায় উচায় ধরি থ্রিনটথ্রি
পাখির মতো শ্যুট করে মারি
উল্টো তাদের মার্ডার কেইসে ধরি
যা! ফুট! দূরে গিয়ে মর
দেখলে পুলিশ করবি শুধু ডর!
কাঁপতে কাঁপতে বলবি শুধূ, স্যার
ভুল করিনাই মাফটা তবু দরকার!
আড়াল হলে দিবি নাকি গালি
সমুন্দির পুত বলবি নাকি শালি!
ইচ্ছে হলে দে, গায়ে মাখিনা
নেতা মোদের শেখমুজিব, নেত্রী হাসিনা
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন