ওরে বুবু বুবুরে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ আগস্ট, ২০১৩, ০৭:২৭:৩৫ সন্ধ্যা

ও বুবু বুবুরে, হাতটা লাগাও ব্যানারে,
শোকে কাতর হমুরে, চিল্লামু গগন বিদারে,
ওরে বাবা বাবারে, কেমনে ভুলি তোমারে
কে মারিল তোমারে, প্রহরে না আঁধারে![]()
ওরে বুবু বুবুরে, তের করলাম বার'রে
ভুইল্লা গেছি আহারে, পেছকি খাইছে বছরে
লোকে বলে বলেরে, ৩৭ ছিল গেল বারে
৩৮ হবে এইবারে, খেয়াল করা হয়নাইরে![]()
ওরে বুবু বুবুরে, বুদ্ধি একখান পাইছিরে
কইমু হালার মরারে, বয়েস বাড়ে কেমনেরে
ভদ্র লোকের কথারে, লড়চড় হয়নারে
৩৭ ছিল গেলবারে, এইবারও তাই ৩৭রে![]()
ওরে বুবু বুবুরে, হাইস্যা মরি মরিরে
আসবা নাকি কক্সবাজারে, তেলের উপর রাখমুরে
আমরা মহিলা সংস্থারে, বাবার ভীষণ পাগলরে
ওরে বুবু বুবুরে, আমরা নতুন পাগলরে
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন