জাতি বিভেদ এবং আগষ্ট মাস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ আগস্ট, ২০১৩, ০৩:৩৯:০৪ দুপুর
অবশেষে মালুম হইলাম আগষ্ট মানে ফানি
আগষ্ট মানে জন্ম মৃত্যু লইয়া দড়ি টানাটানি
কেউ কান্দে উহু উহু, কেউ হাসে খেক খেক
কেউ শোকে পাথার আবার কেউ কাটে কেক
ভাবছি বসে আগষ্টের এই বেহাল দশা ক্যান!
উত্তর মিলেনা দিবা-নিশী কইরা হাজার ধ্যান
কাটবে কবে বংগ জাতীর এই দ্বৈন্য দশা
আগষ্ট মানে মালুম হইলাম বিভেদ সর্বনাশা
লাইক:Click this link
বিষয়: বিবিধ
১৪০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন