কান্দন তো আহেনা...

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ আগস্ট, ২০১৩, ১২:৪৩:১৯ দুপুর



আইজগা হইল কান্দন দিবস, তাই টিস্যু নিয়া বইসা আছি দুই ফোটা ঝরামু বইলা, অফিসে এসে সিটে বসতেই দেখি আমগো ম্যানেজার মাইক্যাল এর দ্বিতীয় কইন্না হানা বেগম কেক নিয়া হাজির!! অবাক হইলাম, আজকে দেশনেত্রীর জন্ম দিন হেইডা জানল কেমনে, কেক হাতে নিতে নিতে জিগাইলাম, এনি স্পোশাল ডে!! হানা বেগম কহিল, ও ইয়া, টুডে ইস মাই বার্থ ডে, ডে আফটার টুমোরো মাই মাম, মোহভংগ হইল, এই কেক দেশ নেত্রীর জন্য না, যাউকগা, কেরালা ইনিডিয়ান কলিগ বিজু আর পাকিস্তানী খালেদ কলিগ দেখলাম খোশ মেজাজে আছে, কারণ হইল গিয়া গতকাল পাকীদের আর আইজ ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে যাইতাছে, যাউকগা, এতো আনন্দের মাঝে কান্দন তো আর আহেনা, যেই টিসু পেপারটা নিছিলাম চোখ মুছব বলে, কেক খাইয়া হেইডা দিয়া মুখ মুইছা কামে যোগ দিলাম............

জয় বাংলা

বার্থ ডে শামলা

বিষয়: বিবিধ

১০৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File