চেতনার যাতনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ আগস্ট, ২০১৩, ০৬:০৯:২৪ সন্ধ্যা
অধীকার আজ নিজেই বন্দী
অনধীকার চর্চায়
বাকশাল আজ আটছে ফন্দি
রাষ্ট্রের খোল-নলচায়
হামলা-মামলা, ধর-পাকড়
হচ্ছে-তো রোজই
হুমকি-ধমকি, কিল-থাপ্পড়
চলছে-তো সবই
গুম-খুন, বাড়ছে দ্বিগুণ
ঘুম নেই চোখে
ভোম-ভোম, ফাটছে বোম
যাচ্ছে প্রাণ চুকে
স্বাধীনতার চেতনা এমনই যাতনা
লাশের গন্ধ বাতাসে
এমন চেতনা জনতা চায়না
বলে উঠে হতাশে
বিষয়: বিবিধ
১১২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন