বন্ধু নেহায়েৎ এর ঈদ আনন্দ!!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ আগস্ট, ২০১৩, ০২:০৯:১৫ দুপুর
ঈদের দিনে মুখটা বেজার বেচারা নেহায়েৎ
সেমাই এর প্লেইটটা ঠেলে বলল শুধু ধ্যাৎ!![]()
অজনা এক কারন দেখিয়ে বোনাস হয়নি এবার
ঈদের দিনে অপিস খোলা ডাবল শিফ্ট আবার
?
আনন্দটা তাই মাটি হল পাচ্ছে শুধু কান্না
চাকরীটাই আজ ছেড়ে দেব চাইনা এমন যন্ত্রনা![]()
রাগের মাথায় হন হনিয়ে দিল অপিস ছুট
কিছুই আজ খাওয়া হইনি পেটের মধ্যে ভুত
^
^
রাস্তা ফাঁকা বন্ধ হোটেল কোথায় কি মেলে!
খিধের চোটে ইচ্ছে হচ্ছে ফাইলটা খাবে গিলে![]()
এই হল তার ঈদের মজা বাড়ে ক্ষোভ আর অভিমান
কত লোকের ঈদ হয়না সেটাই ভেবে প্রেসারটা কমান![]()
এভাবেই তার যায় কেটে একটা ঈদের দিন
ফেইসবুকে ষ্ট্যাটাস দিল ঈদের শুভেচ্ছা নিন
লিংক : Click this link
বিষয়: বিবিধ
১৬৭২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন