রাজনীতির হালচাল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ আগস্ট, ২০১৩, ০৩:২৭:১৪ দুপুর

বিল বোর্ডে ছেয়ে গেল দেশটা
ডুবো তরী তীরে তুলার চেষ্টা
ঈদে আনন্দ না কাটতেই রেশটা
হরতালে না মাটি হয় শেষটা![]()
কে কার ঘাড়ে দেবে দোষটা
চান্স পেলে তেড়ে দেবে ঢুষটা
দলে দলে দলাদলির চালটা
যায় আসে জনগণের প্রানটা ![]()
কবে হবে রাজনীতির হুসটা
মুখে মধু যখন আসে ভোটটা
তারপর লুটে খাও অভাগা দেশটা
জনগণ বুঝেও বুঝেনা ভুলটা![]()
ফি বছর উল্টে যায গণেষটা
যে লাউ সেই কধু একাট্টা
বিধাতা নিশ্চুপ পোড়া কপালটা
জনতা ক্ষোভে তায় চাপড়ায় বুকটা
বিষয়: বিবিধ
১২২৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন