বাচালের কেচাল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ আগস্ট, ২০১৩, ০৩:১২:১৬ দুপুর
বাচালের মুখে শুনি
একি! কথা
কেন এতো আপনার
লোডশেডিং প্রিয়তা
প্রতিদিন দুই ঘন্টা
বলেছেন দিতে
ফাজলামোটা করলেন
বলেন কার সাথে?
বাংগালীর ভুলো মন
ভুলে যায় যখন তখন
সেটাই কি বলতে চান?
মাননীয় বুবুজান!
ভুলিনাই ভুলিনাই
সেই রাত ভুলিনাই
সেই রাতে লোডসেডিং ছিল
তুমি মেতেছিল গণহত্যায়
আলো জালিয়েই হবে
সেই রাতের বিচার
বাংগালী ভুলেনাই
বাকশালের অত্যাচার
দেশের মানুষ যেন লোডশেডিংয়ের কথা ভুলে না যায় এ জন্য দিনে দুই ঘণ্টা লোডশেডিং দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিদ্যুৎ বিভাগকে বলে রেখেছি দিনে অন্তত দুই ঘণ্টা লোডশেডিং দিতে। যাতে মানুষ লোডশেডিং যে ছিল এটা ভুলে না যায়
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন