পাছে লোকে কিছু বলে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ আগস্ট, ২০১৩, ১১:৩১:০৫ রাত

কেউ বলে খ্রীষ্ঠান
কেউ বলে ইহুদি
জয় বলে করে দেখাও
এমন একটা পাও যদি![]()
কেউ বলে বলদ
কেউ বলে বাদাইম্মা
জয় বলে বুঝলামনা
কোথায় কোন গলদ![]()
কেউ বলে ভারতচর
কেউ বলে মোসাদের
জয় বলে দুটোই হলে
প্রবলেম কি তোমাদের![]()
কেউ বলে আইক্কা বাঁশ
কেউ বলে দে গদাম
জয় বলে বাপরে বাপ
লুংগীর গোড়ায় গিট্টু দিলাম![]()
কেউ বলে ধরধর
কেউ বলে চকির তল
জয় বলে দালালির
পেলাম আজ কর্মফল
বিষয়: বিবিধ
১৩৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন