ঈদের ছড়া

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ আগস্ট, ২০১৩, ০৫:১৫:৫০ বিকাল



সামনে রোজার ঈদ

খুশিতে নাই নিদ

Bee

নতুন জামা গায়

নতুন জুতা পায়

Bee

সাজব নতুন করে

ঘুরব ঘরে ঘরে

Bee

সেমাই পায়েস পিঠা

মন চাইবে যেটা

Bee

থাকবেনা তো শাসন

ছুটো ছুটির বারন

Bee

নেই পড়া লিখা

কঠিন অংক শিখা

Bee

সালাম দেব জনে

সেলামি নেব গুণে

Bee

বাঁজাবো বাশী ভোঁ

নাচবে পুতুলটা ও

Bee

বাদ যাবেনা কেউ

গরীর বন্ধুটা ও

Bee

পাশের বাড়ির রহিম

কিংবা শাহনা, করিম

Bee

হোকনা গরীব কিপ্টে

মা বলেছে মিশতে

Bee

ভাগ দেব তাদেরও

নতুন কিংবা পুরোনো

Bee

জুতো কিংবা জামা

একটা কিছু হোকনা

Bee

বলব এটা তোমার

ঈদটা যে সবার

Bee

আজকে সবাই মিলে

সবাই বন্ধু হলে

Bee

যাবেনা হাত ছাড়া

থাকবো এক জোড়া

Bee

এটাই ঈদের মর্ম

নেই ভেদাভেদ ধর্ম

বিষয়: বিবিধ

১৭১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File