হৃদয় আমার তোমার তরে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ আগস্ট, ২০১৩, ০৩:০৩:২৬ রাত
হৃদয়ে নাম লিখেছি তোমার
পারবেনা কেউ মুছে দিতে
আসুক ঝড়, বাঁধার পাহাড়
আমি ভুলবনা কোন মতে
হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ
হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ
জিহাদে নাম লিখে নিলাম
গুলির মিছিল ঝাজরা বুকে
পৃথিবীকে আজ জানিয়ে দিলাম
ঈমাণ আমার চোখে মুখে
হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ
হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ
আসুক শত জয় পরাজয়
হিসেব করিনা এই জগতে
নেই উল্লাস নেই ডরভয়
ফায়সালা দিলাম তোমার হাতে
হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ
হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ
বিষয়: বিবিধ
৯৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন