ইসলামিক পার্সোনালিটা অব দ্যা ইয়ার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ জুলাই, ২০১৩, ০১:৫১:২৬ দুপুর
হইলটা কি! ভাবছি বসে
বন্ধ ইকু কইল এসে
শুনছ নাকি বন্ধু আমার
হইয়া গেছে ডিকলেয়ার!
ইউনুস যখন নোভেল পায়
বুবু কইল আমার চাই
ঠুকাঠুকি পায়ে পায়
গ্রামীণ ব্যাংক যায় যায়
ইসলামিক পার্সোনালিটা অব দ্যা ইয়ার
ড. জাকির নায়েক হইল এবার
বুবু যদি বলে ওটাও চাই আমার
"আমার মতো ইসলামিষ্ট কে আছে আর!"
তাইলে কিন্তু খবর আছে
বুবু যাবে দাদার কাছে
বলবে দাদা তোমার দেশে
ফালতু একটা লোক আছে
?
জাকির নামের সেই লোকটা
ভীষণ খারাপ বজ্জাত একটা
আমার পাওয়ার কথা ছিল
পুরষ্কারটা ভাগায়া নিল
তুমি তারে খেদায়া দাও
পুরষ্কারটা ছিনিয়ে নাও
আমার জিনিস আমারে দাও
বিনিময়ে বল কি কি চাও!
ইসলামিক পার্সোনালিটি অব দ্য ইয়ার ড. জাকির নায়েক
এ বছরের ডিআইএইচকিউএ অনুষ্ঠানে ইসলামিক পার্সোনালিটি অব দ্য ইয়ার পুরস্কার দেয়া হবে প্রখ্যাত বক্তা ভারতের ড. জাকির নায়েককে।
উল্লেখ্য, ডিআইএইচকিউএ প্রথমে মিশরের আল আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল তায়েবকে এ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু মিশরে রাজনৈতিক সংঘাতের ফলে নিরাপত্তা অবস্থার ক্রমাগত অবনতি হওয়ায় আহমেদ আল তায়েবের দুবাই ভ্রমণ করার মতো কোন পরিস্থিতি নেই। সে কারণে এবছর ড. জাকির নায়েককে ইসলামিক পার্সোনালিটি অব দ্য ইয়ার পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয় ডিআইএইচকিউএ।
গত বছর এ পুরস্কার পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের শেখ ইউসুফ এসতেস। ইসলামিক পার্সোনালিটি অব দ্য ইয়ারকে ১০ লাখ দিরহাম দেয়া হয়।
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন