কেউ বুঝেনা বুবুর মনের ব্যাথা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ জুলাই, ২০১৩, ০৭:৫০:২১ সকাল



বুবু ছিল রান্নায় ব্যাস্ত ছেলের জন্মদিন

দিপু কহিল দিল্লি যামু অনুমতি দিন

Cook

"তোর স্বশুরবাড়ী তুই যাবি আরে জিগাস কা!

দিল্লি যাইতে তরে কোনদিন নিষেধ কইচ্ছি না!"

Cook

দিপুর সেই চিরাচরিত রোমান্টিক হাসি দিয়ে

"কইল বুবু ঐ জনমে তুই ছিলি মোর ইয়ে"

Cook

"অরই ক'নে জাবি জা যলদি নাটক করিচ্ছা

দিল্লিকা লাড্ডু লইয়া আহিস হুদাই হাসিচ্ছা"

Cook

দিপু গেল আসল এবার বুবুর পোলা জয়

চুমু খাইয়া মধূর সূরে একখান কথা কয়

Cook

"অরই বাদাইম্মা অকর্মণ্য আকাইম্মা পোলা

কি কইতে কি কইলি এবার ঠেলা সামলা"

Cook

"আছসতো খালি ঘাটে ঘাটে বিয়া করার তালে

শফি হুজুর জড়াইলো আমায় মিষ্টি তেতুলের জালে

Cook

তুই যদি না ধরস হাল মরণ জ্বালা আমার

পারলে নৌকার হালটা ধর দোহায় তোর নানার"

Cook

হাইত্তামনো বলে চেতি উঠে বুবুর অবুঝ ছেলে

নানার মতো চাইনা আমি ঝরতে অকালে

Cook

হায়রে কপাল কেউ বুঝেনা বুবুর মনের ব্যাথা

দিনের শেষে রাত্রি আসে লিখে শোক গাথা

Cook

"শুনলনা কেউ বুঝলনা কেউ দেশটাই নিমুক হারাম

যখন আমি দিল্লি ছিলাম কত শান্তিতে ছিলাম!"

বিষয়: বিবিধ

১৯৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File