কেউ বুঝেনা বুবুর মনের ব্যাথা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ জুলাই, ২০১৩, ০৭:৫০:২১ সকাল

বুবু ছিল রান্নায় ব্যাস্ত ছেলের জন্মদিন
দিপু কহিল দিল্লি যামু অনুমতি দিন
"তোর স্বশুরবাড়ী তুই যাবি আরে জিগাস কা!
দিল্লি যাইতে তরে কোনদিন নিষেধ কইচ্ছি না!"![]()
দিপুর সেই চিরাচরিত রোমান্টিক হাসি দিয়ে
"কইল বুবু ঐ জনমে তুই ছিলি মোর ইয়ে"![]()
"অরই ক'নে জাবি জা যলদি নাটক করিচ্ছা
দিল্লিকা লাড্ডু লইয়া আহিস হুদাই হাসিচ্ছা"![]()
দিপু গেল আসল এবার বুবুর পোলা জয়
চুমু খাইয়া মধূর সূরে একখান কথা কয়![]()
"অরই বাদাইম্মা অকর্মণ্য আকাইম্মা পোলা
কি কইতে কি কইলি এবার ঠেলা সামলা"![]()
"আছসতো খালি ঘাটে ঘাটে বিয়া করার তালে
শফি হুজুর জড়াইলো আমায় মিষ্টি তেতুলের জালে![]()
তুই যদি না ধরস হাল মরণ জ্বালা আমার
পারলে নৌকার হালটা ধর দোহায় তোর নানার"![]()
হাইত্তামনো বলে চেতি উঠে বুবুর অবুঝ ছেলে
নানার মতো চাইনা আমি ঝরতে অকালে![]()
হায়রে কপাল কেউ বুঝেনা বুবুর মনের ব্যাথা
দিনের শেষে রাত্রি আসে লিখে শোক গাথা![]()
"শুনলনা কেউ বুঝলনা কেউ দেশটাই নিমুক হারাম
যখন আমি দিল্লি ছিলাম কত শান্তিতে ছিলাম!"
বিষয়: বিবিধ
১৯৬০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন