পাত্রী চাই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ জুলাই, ২০১৩, ১২:৩২:৫২ রাত
পাঁচ ফিট সাড়ে পাঁচ
একদম গুছগাছ
কারো সাথে পাচেঁ নাই
শ্যাম বর্ণ পাত্রের পাত্রী চাই
নেই কোন দাবী দাওয়া
শুধু বরযাত্রী খাওয়া
যদি আপত্তি থাকে মাফ চাই
শুধু একটা ভাল পাত্রী চাই
নেই কোন বাই চান্স
কাবিন হবে এডভান্স
যদিও আমার অঢেল কিছু নাই
নুরানী হাসি আছে সম্বল ওটাই
ভেবে দেখুন একবার
আর কিছু নাই বলার
নিজের ঢোল নিজেই পিটাই
উদ্দেশ একটাই ভাল পাত্রী চাই
খেজুরটা আধা পাকা
কবুলটা বাকী থাকা
পাকার আগেই কাজ সারতে চাই
যদি একটা ভাল পাত্রী পাই
বিষয়: বিবিধ
১৬২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন