এক মাঘে শীত যায়না
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ জুলাই, ২০১৩, ০২:৪৫:৪১ দুপুর

দরবেশ মামার কারিশমা
রনি জামিন পাইলনা
ও রনি তুই কান্দিসনা
এক মাঘে শীত যায়না![]()
সাগর রুনীর ঘটনা
জনগণতো ভুলেনা
মারবী যখন জানে মার
তাইলে বিচার হবেনা![]()
ও রনি তুই কান্দিসনা
এক মাঘে শীত যায়না![]()
মাহমুদুর রহমান সাংবাদিক না
সাংবাদিক হইলে জেল হইতনা
কলি কালের জামানা
দেখায় দিল হাসিনা![]()
ও রনি তুই কান্দিসনা
এক মাঘে শীত যায়না![]()
দিগন্ত টিভি টিভিনা
ভয় দেখায়লে ডরেনা
ইসলামি টিভি ভালনা
আকাম কুকাম দেখায়না![]()
ও রনি তুই কান্দিসনা
এক মাঘে শীত যায়না![]()
আমজনতা বোকা না
ধোকা দেয়া যাবেনা
তুমি যত শেয়ানা
পিঠের চামড়া থাকবেনা![]()
ও রনি তুই কান্দিসনা
এক মাঘে শীত যায়না
বিষয়: বিবিধ
১৮৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন