আমার নাম জয়, আমি একটা কবিতা বলব
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ জুলাই, ২০১৩, ১১:৪৫:১৫ সকাল
আমার নাম জয়
বলব একটা কবিতা
কবিতার নাম কুলছুম
দিলাম মাথায় টুপিটা
পূব পাড়ার কুলছুম
দেখতে শুনতে সেইরাম
দু'চোখে নাই ঘুম
মনের মধ্যে বইরাম
রোজ দেখি সকালে
বই খাতা লইয়া
কুলছুম যায় ইসকুলে
আমি থাকি চাইয়া
আকাশ পাতাল তোলপাড়
বলতে পারিনা শরমে
সে'দিন ছিল শনিবার
মানলনা আর পরানে
পাঞ্জাবীটা ইং দিয়া
হাতে নিলাম ফুল
ওর্নাটা টান দিয়া
হইল জনম ভুল
দাত মুখ খেইচ্ছা
থাপ্পর খাইলাম ঠাস!
কইল গাধার বাইচ্চা
কি বলতে চাস!
এদিক ওদিক চাইয়া
দিলাম ভৌঁ দৌড়
কি দজ্জাল মাইয়া!
ভাংলো প্রেমের ঘোর
আমার নাম জয়
কবিতা বলা শেষ
পাবলিক শুইন্না কয়
আহা! বেশ বেশ
বিষয়: বিবিধ
১৩৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন