আমার নাম জয়, আমি একটা কবিতা বলব
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ জুলাই, ২০১৩, ১১:৪৫:১৫ সকাল

আমার নাম জয় ![]()
বলব একটা কবিতা
কবিতার নাম কুলছুম ![]()
দিলাম মাথায় টুপিটা ![]()
![]()
পূব পাড়ার কুলছুম
দেখতে শুনতে সেইরাম
দু'চোখে নাই ঘুম
মনের মধ্যে বইরাম![]()
রোজ দেখি সকালে
বই খাতা লইয়া
কুলছুম যায় ইসকুলে
আমি থাকি চাইয়া
আকাশ পাতাল তোলপাড়
বলতে পারিনা শরমে
সে'দিন ছিল শনিবার
মানলনা আর পরানে![]()
পাঞ্জাবীটা ইং দিয়া
হাতে নিলাম ফুল
ওর্নাটা টান দিয়া
হইল জনম ভুল![]()
দাত মুখ খেইচ্ছা
থাপ্পর খাইলাম ঠাস!
কইল গাধার বাইচ্চা
কি বলতে চাস!![]()
এদিক ওদিক চাইয়া
দিলাম ভৌঁ দৌড়
কি দজ্জাল মাইয়া!
ভাংলো প্রেমের ঘোর
আমার নাম জয়
কবিতা বলা শেষ
পাবলিক শুইন্না কয়
আহা! বেশ বেশ
বিষয়: বিবিধ
১৪১৮ বার পঠিত, ০ টি মন্তব্য





































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন