দৈনন্দিন হিসেব নিকেশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৪১:৫৯ বিকাল
ইনকাম বেড়েছে
আকংখা বেড়েছে দ্বিগুণ
মাছ কিনতে গিয়ে তাই
কিনে আনলাম বেগুন
@
ভাবি দিন ভালবেসে
ফেসে গেলাম ঘরে এসে
হাড়ি পাতিল উড়ে আসে
গিন্নি তেলে আগুণ
দামটা একটু বেশী হোক হোকনা
সারা বছরতো আর ইলিশ খাচ্ছিনা
কিনে নিলেম তরতাজা দু'টো ইলিশ
সুখ সুখ লাগছে আজ বোঝাতে পারছিনা
@
আমও গেল ছালাও গেল
মাছের পেট নরম ছিল
গিন্নির মেজাজ আকাশ ছুলো
তোমার মাছ তুমি কুটো আমি কুটছিনা
বিষয়: বিবিধ
১০২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন