চলে এসো বন্ধু, অপেক্ষায় আছি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ জুলাই, ২০১৩, ০১:৪৪:২০ দুপুর
মন চাইলে নয়তো খুব বেশী দূর
হাত বাড়ালেই ধরা দেবে বিক্রমপুর
এইতো ঢাকা রাজধানীর খুব কাছাকাছি
সময় করে চলে এসো বন্ধু অপেক্ষায় আছি
পদ্মা, মেঘনা, ধলেশ্বরী,ইছামতি
প্রবাহমান নদী আর গতিপ্রকৃতি
কলকল স্রোত আর ভাটির গানে
চল এসো বন্ধু আমার মাটির টানে
হাত বাড়ালেই খুব কাছাকাছি
চলে এসো বন্ধু, অপেক্ষায় আছি
বিক্রমাদিত্য, অশকের হাত ধরে
পাল, সেন, চন্দ্র গেল চক্রাকারে
মুঘলের পর ইংরেজও এসেছিল
বিক্রমপুর আছে, কত যুগ এল গেল
তুমিও এসো নয়তো মিছেমিছি
চলে এসো বন্ধু, অপেক্ষায় আছি
বাংলার বুকে উজ্বল যত তারা জ্বলে
ভেবে নিও বিক্রমপুর আছে তার তলে
বাংলার ভাব যদি মাখতে চাও প্রাণে
তোমাকে আসতেই হবে এইখানে
হাত বাড়ালেই খুব কাছাকাছি
চলে এসো বন্ধু, অপেক্ষায় আছি
বন্ধু ইকু ইকবাল এর অনুরোধ এবং তাকে উৎসর্গ করে লিখা :- Click this link
বিষয়: বিবিধ
১৪৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন