আমি নোনা পাড়ার ছেলে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ জুলাই, ২০১৩, ১১:৩৯:৪৯ সকাল

নোনা হাওয়ার বেড়ে উঠা
নোনা জলে স্নান
নোনা চোখে আকাশ দেখি
নোনায় চলে প্রাণ![]()
নোনা নোনা ঢেউ
ভাবেনিতো কেউ
নোনা মনে শেওলা পড়ে
আসেনিতো কেউ![]()
নোনা জলে বৈঠা চালায়
আমি নোনা পাড়ার ছেলে
নাও ভাসিয়ে ফিরবনা আর
সংগী যদি মেলে
বিষয়: বিবিধ
১২০০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন