আমার মনের ভুলগুলো সব
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ জুলাই, ২০১৩, ১২:৪৯:৪৩ দুপুর

আমার মনের ভুল গুলো সব
ফুল হয়ে ফুটে
আমার মনের ফুল গুলো সব
ভুল পথেই ছুটে![]()
ভুলগুলো সব ফুল হয়ে যায়
ফুলগুলো সব ভুল
এমন করে দিন চলে যায়
বাড়ছে মনের ধূল![]()
আমার মনের ধূল গুলো সব
ঝাড়া হয়না আর
ধূলোরা তাই নিত্য করে উৎসব
বাড়ায় মনের আঁধার![]()
আমার মনের অন্ধকারে
আজও হাতড়ে বেড়ায়
আজও আমি সংগোপনে
তোমায় খুঁজে পায়
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন