আমার মনের ভুলগুলো সব

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ জুলাই, ২০১৩, ১২:৪৯:৪৩ দুপুর



আমার মনের ভুল গুলো সব

ফুল হয়ে ফুটে

আমার মনের ফুল গুলো সব

ভুল পথেই ছুটে

Rose

ভুলগুলো সব ফুল হয়ে যায়

ফুলগুলো সব ভুল

এমন করে দিন চলে যায়

বাড়ছে মনের ধূল

Rose

আমার মনের ধূল গুলো সব

ঝাড়া হয়না আর

ধূলোরা তাই নিত্য করে উৎসব

বাড়ায় মনের আঁধার

Rose

আমার মনের অন্ধকারে

আজও হাতড়ে বেড়ায়

আজও আমি সংগোপনে

তোমায় খুঁজে পায়

বিষয়: বিবিধ

১২৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File