আহলান সাহেলান মাহে রমাজান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জুলাই, ২০১৩, ০৩:১৩:১৯ দুপুর
আছে যত দ্বন্দ আর মন্দ হোক অবসান
আহলান সাহেলান মাহে রমাজান
চাই চোখের, মনের সম্ভ্রমের হেফাজত
চাই শুধু দিনে রাতে আল্লাহর ইবাদত
ছুড়ে সব হিংসা ক্রোধ চাই মজবুত ঈমান
আহলান সাহেলান মাহে রমাজান
ক্ষমা চাই হে আল্লাহ পাপের নেই শেষ
তুমিতো দয়ার সাগর মহান বিশেষ
পাপী বান্দা আমি চাই পাপের অবসান
আহলান সাহেলান মাহে রমাজান
ছেড়েছি পানাহার দিনের আলোয়
এতিম মিসকিনরা যেমন না খেয়ে রয়
কাঁধে কাঁধ মিলে রব মুমিন মুসলমান
আহলান সাহেলান মাহে রমাজান
ফজিলত চাই আল্লাহ রহমত, মাগফেরাত
তুমি রহিম-রহমান মুনাজাতে চাইছি নাজাত
কবুল না করে কভু নিওনা এই অধমের প্রাণ
আহলান সাহেলান মাহে রমাজান
বি.দ্র. সবার অভিযোগ আমি শুধু খাওয়ার উপর আছি, আর শাহবাগ, তাই রমজানকে স্বাগতম জানালাম, আর ছবিতে উমামা
বিষয়: বিবিধ
২০২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন