আহলান সাহেলান মাহে রমাজান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জুলাই, ২০১৩, ০৩:১৩:১৯ দুপুর

আছে যত দ্বন্দ আর মন্দ হোক অবসান
আহলান সাহেলান মাহে রমাজান![]()
চাই চোখের, মনের সম্ভ্রমের হেফাজত
চাই শুধু দিনে রাতে আল্লাহর ইবাদত
ছুড়ে সব হিংসা ক্রোধ চাই মজবুত ঈমান
আহলান সাহেলান মাহে রমাজান![]()
ক্ষমা চাই হে আল্লাহ পাপের নেই শেষ
তুমিতো দয়ার সাগর মহান বিশেষ
পাপী বান্দা আমি চাই পাপের অবসান
আহলান সাহেলান মাহে রমাজান![]()
ছেড়েছি পানাহার দিনের আলোয়
এতিম মিসকিনরা যেমন না খেয়ে রয়
কাঁধে কাঁধ মিলে রব মুমিন মুসলমান
আহলান সাহেলান মাহে রমাজান![]()
ফজিলত চাই আল্লাহ রহমত, মাগফেরাত
তুমি রহিম-রহমান মুনাজাতে চাইছি নাজাত
কবুল না করে কভু নিওনা এই অধমের প্রাণ
আহলান সাহেলান মাহে রমাজান ![]()
বি.দ্র. সবার অভিযোগ আমি শুধু খাওয়ার উপর আছি, আর শাহবাগ, তাই রমজানকে স্বাগতম জানালাম, আর ছবিতে উমামা
বিষয়: বিবিধ
২০৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন