তেতুল যত নষ্টের মূল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জুলাই, ২০১৩, ০৩:১০:০৩ রাত
ছেলেটা লাজুক ভীষণ নম্র আর ভদ্র
মেয়েটা আদর করে ডাকত তাকে রুদ্র
ছেলেটা রোজ সকালে সাহবাগ যায়
মেয়েটাও সেই ব্যাপারে আপত্তি নাই
ছেলেটা ভেদ মানেনা লিংগ বর্ণের
মেয়েটাও সেকুলার চাই বিনাশ ধর্মের
ছেলেটার বিশাল মন অবারিত দ্বার
মেয়েটাও সেই ব্যাপারে ভীষণ উদার
ছেলেটা দুই দিকে দুই হাত বাড়ায়
মেয়েটাও হাত বাড়াই দ্বিধাদ্বন্দ ছাড়ায়
সবইতো ঠিক আছে নেই কোন ভুল
ভেজালটা লেগে গেল প্রসংগ তেতুল
ছেলেটা বলে ছিঃ আগে বুঝিনি
মেয়েটাও ছেড়ে কিন্তু কথা বলেনি
ছেলেটা এখন ভীষণ তেতুল পাগল
মেয়েটার মনে বাড়ে দ্বিধার অনল
ছেলেটা বদলে গেছে আগের মতো আর নেই
মেয়েটাও কি যেন হারিয়ে খুজেঁ পায়না খেই
তেতুলই যতসব অনিষ্ট আর নষ্টের মূল
ততদিন সব গেল ভাংগে যখন ভুল
বিষয়: বিবিধ
৩৬৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন