ধানের চারায় গমের শীষ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ জুলাই, ২০১৩, ০২:৩৭:৫০ রাত
লাগার আগে মড়ক
যদিনা পড়ে কীটনাশক
থাকবেনা ঘটনা উনিশ বিষ
ধানের শীষে নতুন বিষ
ইসি তোমার হাইব্রিড চাষ
বলতেই হয় সাবাস সাবাস
বিষয়টা নয়তো সহজ
যদিনা থাকে গরজ
করতে হবে ইস ফিস
দূলবে যখন গমের শীষ
ইসি তোমার হাইব্রিড চাষ
বলতেই হয় সাবাস সাবাস
ধান চাইনা গম চাই
কোনটার ঠেলায় কোনটা যায়
ধানে গমে খাচ্ছে মিশ
ধানের চারায় গমের শীষ
ইসি তোমার হাইব্রিড চাষ
বলতেই হয় সাবাস সাবাস
বিষয়: বিবিধ
১১১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন