কি করলাম আমি কি করলাম!

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ জুন, ২০১৩, ১২:৩১:২৫ দুপুর



না জেনে আর না বুঝে

বউ এর কথা ধরে

ধুপুর করে নৌকা মার্কায়

দিলাম সিল মেরে

.

কি করলাম আমি কি করলাম

খাল কেটে কুমির কেন আনলাম

.

না না চাইনি চাইনি চাইনি

এমন বাংলা আমি চাইনি

রাত বিরাতে মানুষ মারে

সে-তো ভুত, প্রেত আর ডাইনি

.

কি করলাম আমি কি করলাম

খাল কেটে কুমির কেন আনলাম

.

এই বাংলার আলো হাওয়ায়

ধর্ম বর্ণে আছি সবাই ভাই ভাই

এখন দেখি দাড়ি ধরে টান মারে

নিজ দেশেই যেন পরবাসী, যায় কোথায়!

.

কি করলাম আমি কি করলাম

খাল কেটে কুমির কেন আনলাম

বিষয়: বিবিধ

১১৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File