আামায় একটা টিকেটা কেটে দাও
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ জুলাই, ২০১৩, ০৭:১৪:৫০ সকাল
আামায় একটা টিকেটা কেটে দাও
আমি দিল্লি যাব
সেথাই গিয়ে আমি রসগোল্লা আর
চমচম খাব।।
দিল্লি আমার শ্বশুর বাড়ী
শ্বশুর বাড়ী মজার হাড়ি
দাদার কথায় উঠব বসব
আর দেশের বারটা বাজাব।
আামায় একটা টিকেটা কেটে দাও
আমি দিল্লি যাব।।
লোকে বলে আমি নাকি
পাখির মতো উড়তে থাকি
আমি বলি কার তাতে কি?
দেশকি তোদের একার নাকি?
প্রয়োজনে বারমাস উড়তেই থাকব।
আামায় একটা টিকেটা কেটে দাও
আমি দিল্লি যাব।।
বিষয়: বিবিধ
১২৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন