সাড়ে চার বছরে প্রায় দু’বছর পাখী পরবাসী ছিল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জুলাই, ২০১৩, ১২:০৮:৪৬ দুপুর
পাখী তুমি উড়ে উড়ে
যাও বল কোন সূদূরে
বলনা আমায় বলনা
পাখী তুমি ঘুরে ঘুরে
পুচ্ছটা নেড়ে চেড়ে
কর কোন ছলনা
পাখী তোমার আছে নাকি
সংগী সাথী সখা সখী
বলনা আমায় বলনা
কেন তুমি যাও দূরে
ঘরবাড়ী দেশ ছেড়ে
বলনা আমায় বলনা
পাখী তোমার হাসিটা
বাড়িয়ে দেয় রিপুটা
ভালনা এসব ভালনা
দিন যায় হেসে হেসে
পরের রাষ্ট্র ভালবেসে
এটাকে পররাষ্ট্রনীতি বলেনা
বিষয়: বিবিধ
১৯১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন