সাড়ে চার বছরে প্রায় দু’বছর পাখী পরবাসী ছিল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জুলাই, ২০১৩, ১২:০৮:৪৬ দুপুর

পাখী তুমি উড়ে উড়ে
যাও বল কোন সূদূরে
বলনা আমায় বলনা
পাখী তুমি ঘুরে ঘুরে
পুচ্ছটা নেড়ে চেড়ে
কর কোন ছলনা![]()
পাখী তোমার আছে নাকি
সংগী সাথী সখা সখী
বলনা আমায় বলনা
কেন তুমি যাও দূরে
ঘরবাড়ী দেশ ছেড়ে
বলনা আমায় বলনা![]()
পাখী তোমার হাসিটা
বাড়িয়ে দেয় রিপুটা
ভালনা এসব ভালনা
দিন যায় হেসে হেসে
পরের রাষ্ট্র ভালবেসে
এটাকে পররাষ্ট্রনীতি বলেনা
বিষয়: বিবিধ
১৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন