চাঁদ উঠুক আর না উঠুক আজ ঝাল মুড়ি চনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জুলাই, ২০১৩, ০৪:৩৮:৩১ বিকাল
মেদ একটু হলে হোকনা
ঝাল মুড়ি চনা
বউ বুঝতে চাইনা
বলে কি-না তা হবেনা
প্লেইট কেড়ে নিয়ে বলে আর না আর না
আমার কত বাহানা
আজ একটু খাই-না
লক্ষ্যি বউ এমন করেনা
একটু বুঝতে চাও-না
কথা দিলাম কাল থেকে এমন আর হবেনা
কে শুনে কার কথা, কেউনা
বউ বলে আমি শুনিনা
আমি বলি বউ শুনেনা
ঝগড়া চলছে তো চলুকনা
চাঁদ উঠুক আর না উঠুক আজ ঝাল মুড়ি চনা
বিষয়: বিবিধ
২৩৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন