বুবু
কাকুর সংলাপ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ জুলাই, ২০১৩, ০৫:০৪:৫৫ বিকাল

বুবু বলে কাছে আয়
তোরে আমি ভাল পায়
কাকু বলে মোর জ্বালা
অবেলায় ডাকে কেলা?
?
বুবু বলে আয় সোনা
কতদিন তোর খবর নিইনা![]()
কাকু বলে সেই দিনকি আছে ভাই
আগের মতো জোর নাই![]()
বুবু বলে ধুর শয়তান
আমি গাইতাছি জোটের গান![]()
কাকু বলে হেই কথা!
আমি ভাবছি অন্যটা![]()
বুবু বলে জয় বাংলা
এবার তোর খাচলত সামলা![]()
কাকু বলে তাহলে
গেলাম আমি ১৮ দলে![]()
বুবু বলে আরে ধূর
তুই আমার আমি তোর![]()
কাকু বলে তাই নাকি
দিনে বাড়ে ডিমান্ড দেখি![]()
বুবু বলে ঠিক তাই
তোরে আমি ভাল পাই![]()
কাকু বলে সেইম টু সেইম
চলতে থাকুক চান্দি ছিলা গেইম
বিষয়: বিবিধ
১৮১৫ বার পঠিত, ০ টি মন্তব্য




































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন