এরশাদ তুমি কার!!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ জুন, ২০১৩, ০৮:৩৫:২৪ সকাল

এরশাদ তুমি কার!
জিনাত বলে সেই দিন কি?
এখন আছে আর! ![]()
এরশাদ তুমি কার!
রওশন বলে অবঞ্চিত প্রশ্ন করার
নেই কারো অধীকার![]()
এরশাদ তুমি কার!
বিদিশা বলে ছিল আমার
এখন নেইতো আর
এরশাদ তুমি কার!
হাসিনা বলে ভীষণ চুদুরবুদুর
ভাইটি আমার![]()
এরশাদ তুমি কার!
খালেদা বলে টোপ ফেলেছি
পথ পাবেনা পালাবার![]()
এরশাদ তুমি কার!
জনতা বলে পিছলা ভীষণ
সাবেক স্বৈরাচার![]()
এরশাদ তুমি কার!
জাফর বলে শুধু এইটুকুন বুঝি
আমাকেই তার দরকার![]()
এরশাদ তুমি কার!
এরশাদ বলে সবুর কর
নির্বাচনের ব্যাপার![]()
এরশাদ তুমি কার!
রাজনীতি বলে কেউ কারো নয়
স্বার্থটাই আসল কারবার![]()
বিষয়: বিবিধ
১২৬২ বার পঠিত, ০ টি মন্তব্য





































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন