এরশাদ তুমি কার!!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ জুন, ২০১৩, ০৮:৩৫:২৪ সকাল
এরশাদ তুমি কার!
জিনাত বলে সেই দিন কি?
এখন আছে আর!
এরশাদ তুমি কার!
রওশন বলে অবঞ্চিত প্রশ্ন করার
নেই কারো অধীকার
এরশাদ তুমি কার!
বিদিশা বলে ছিল আমার
এখন নেইতো আর
এরশাদ তুমি কার!
হাসিনা বলে ভীষণ চুদুরবুদুর
ভাইটি আমার
এরশাদ তুমি কার!
খালেদা বলে টোপ ফেলেছি
পথ পাবেনা পালাবার
এরশাদ তুমি কার!
জনতা বলে পিছলা ভীষণ
সাবেক স্বৈরাচার
এরশাদ তুমি কার!
জাফর বলে শুধু এইটুকুন বুঝি
আমাকেই তার দরকার
এরশাদ তুমি কার!
এরশাদ বলে সবুর কর
নির্বাচনের ব্যাপার
এরশাদ তুমি কার!
রাজনীতি বলে কেউ কারো নয়
স্বার্থটাই আসল কারবার
বিষয়: বিবিধ
১২১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন