কষ্ট কাব্য
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৫৫:১৪ সকাল
(১)
কষ্টে আছি
আছি ভীষণ কষ্টে
হাত দিওনা ভস্ম হবে
আমার কালো নষ্টে।
কষ্ট আমার নষ্ট ভীষণ
নষ্ট ভীষণ কালো
কষ্ট কালো নষ্ট হল
তোমায় বেশে ভাল।
(২)
এমনতো কথা ছিলনা
ছেড়ে চলে যাবে
একবারও কি ভাবলেনা
আমার কি হবে!
কেন তুমি করলে এমন
জানা হলনা
অপেক্ষার দিন গুনেছি
তুমি আসলেনা
বিষয়: বিবিধ
১২৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন