Rose Good Luckমিলন মেলা পোষ্ট {১০} বিষয়ঃ ছাত্ররাজনীতি” Rose Good Luck

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ জুন, ২০১৩, ০৭:০০:০৯ সন্ধ্যা

সংস্কৃতে একটা কথা আছেঃ “ছাত্রনং অধ্যয়নং তপঃ”।

সহজ কথায়ঃ ছাত্রদের জন্য পড়াশোনা করাই হচ্ছে মূখ্য বিষয়। কিন্তু আজকের বাংলাদেশের বর্তমান ছাত্ররাজনীতি এখন আর পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ নেই। জড়িয়ে পড়েছে নৈতিক-অনৈতিক নানাবিধ ক্রিয়াকর্মে। আমরা আজ সে সব বিষয় নিয়ে আলোচনা করবো। আর তাই আমাদের আজকের বিষয়ঃ "ছাত্ররাজনীতি"।

স্বাধীনতা পূর্ব সময়ে তখনকার সার্বিক প্রেক্ষাপটে আমাদের দেশে ছাত্র-রাজনীতির যে ভিত্তি এবং কালচার গড়ে ওঠে, সেই সময় এবং প্রেক্ষাপট- দুটোই এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। বৃটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান বিরোধী আন্দোলন, সমাজতন্ত্র কায়েমের আন্দোলন - এগুলোর দিন শেষ হয়ে গেছে অনেক আগেই। বৃটিশরা চলে গেছে, পাকিস্তানীদের বিতাড়িত করা হয়েছে এবং পৃথিবীতে সমাজতন্ত্রের পতাকাও প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। একমাত্র ’ইসলামী হুকুমত’ কায়েম করার আন্দোলন ছাড়া বাংলাদেশ এখন আর বিশাল কোন আন্দোলনের প্রেক্ষাপট নেই যে, ছাত্রদের এর মধ্যে টেনে আনতে হবে। এমতাবস্থায় আমাদের দেশের জন্য ছাত্র রাজনীতি কতোটা জরুরী? ছাত্ররা জড়িয়ে পড়ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাজনীতির লেজুড়বৃত্তি, হল দখল, ধর্ষণের সেঞ্চুরী থেকে শুরু করে মাদক বানিজ্যে। এমন কোন অপকর্ম নেই ছাত্ররা করছেনা। এ থেকে উত্তরণের উপায় কি হতে পারে? কি ভাবছেন আপনারা?? ছাত্র রাজনীতি কি নিষিদ্ধ করা প্রয়োজন??? শেয়ার করুন আপনার অভিব্যাক্তি আজকের মিলন মেলাতে। তাহলে শুরু করছি আজকের মিলন মেলা। বাকপ্রবাসের ব্লগ বাড়ীতে সবাইকে সুস্বাগতম।

বিষয়: বিবিধ

১৬৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File