এতদিনে বুঝলা মামু
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ জুন, ২০১৩, ০৭:০৩:৩৫ সন্ধ্যা
এতদিনে বুঝলা মামু জীবন যৌবন ভাটার টানে
হেফাজতের ১৩ দফায় গা চুলকায় কোন কারনে!
তোমরাইতো শাহবাগে নৃত্য কর সবার আগে
সেই নর্তকীরাই ঝুলে থাকে ডিজিটাল বিলবোর্ডে
পর্দা করে তায় ভাললাগেনা বন্ধ কর দিগন্ত - ইসলামি
তোমাদেরতো মন ভরেনা যদি না দেখা হয় ইতরামি
অর্ধেক যখম বুঝলা মামু আরো অর্ধেক বুঝা চাই
সেকুলারে কাজ হবেনা ধর্মেরই পথ সহজ উপায়
#####################################
সুন্দরী নারীদের বিলবোর্ড দুর্ঘটনার অন্যতম কারণ: যোগাযোগমন্ত্রী
ডিজিটাল বিলবোর্ডের কারণে অনেক সময় চালকদের দৃষ্টিভ্রম হয় দাবি করে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “ বিভিন্ন পণ্যের বিলবোর্ডে সুন্দরী নারীদের ছবি দেয়া হচ্ছে। তারাও (গাড়িচালক) তো মানুষ। রাস্তা দিয়ে চলার সময় চালকদের সেদিকে নজর যাচ্ছে। ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটে।”
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন