বাংলা আমার অহংকার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৪৫:৫৭ সকাল
ঘুরেছ নাকি দেশে দেশে
শুনেছ ভাষা হরেক রকম
বেজেছে নাকি কানে এসে
বাংলার মতো মধূর এমন
@
পেয়ছ নাকি কোন ভাষায়
বাংলার মতো শব্দ ভাণ্ডার
আছে নাকি বর্ণ-মালায়
বাংলার মতো প্রাণ সম্ভার
@
হোকনা যে দেশের ভাষা
কন্ঠ-নালীর হরেক বাহার
বাংলা এমন বৈচিত্রে ঠাশা
প্রাণ প্রাচুর্যের বর্ণ আঁধার
@
পাবে কোথায় হাজার চেষ্টায়
ভাষার জন্য দিয়েছে প্রাণ
যে ভাষাতে তেষ্টা মেটায়
ভাষার নামে দেশের নাম
@
খুঁজিনা তাই ভূগোল ঘেটে
বাংলার মতো ভাষা আর
এমন ভাষা কোথায় জোটে
ভাষা আমার গর্ব আমার
বিষয়: বিবিধ
১২১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন