ফিরে দেখা শৈশব
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৩২:৪৯ সকাল
আয় পাখি গাছ পাতা
আয় ফিরে রাত দুপুর
আয় বৃষ্টি ঝুপ ঝুপিয়ে
আয় ভেজায় অন্তপুর
@
আয় ফিরে ছোট্ট বেলা
আয় ফিরে ফিরে আয়
আয় ছুটে এই অবেলা
আয় আবার ফিরে যায়
@
আয় ফিরে ফুল পাখি
আয় ফিরে বাধন হারা
আয় আবার পাঠশালায় যায়
আয় ছেলেরা আয় মেয়েরা
@
আয় নদি ছল ছল
আয় দিই ডুব সাতার
আয় ফিরে সোনালি দিন
আয় ফিরে আয় আবার
বিষয়: বিবিধ
১৩৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন