তুই যে আমার গহীন অন্ধকার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ জুন, ২০১৩, ১১:৪৫:৩৪ সকাল
[গল্প-কবিতা ডট কম এ লিখাটা দেয়া হয়েছে, এখানে শেয়ার করলাম, লিংক: Click this link]
তুই ভেবেছিস
আজও আমি অন্ধকারেই আছি
তুই বুঝেছিস
আমি কেবল গুড়ের উপর মাছি
তুই বলেছিস
আমি নাকি ভান করেই থাকি
তুই জেনেছিস
আমার সবই মেকি আর ফাঁকি।
.
হয়তো তোর
ভাবনাগুলো তোর মতন করে
হয়তো তোর
স্বপ্নগুলো শিউলি ফোটা ভোরে
হয়তো তোর
মনের ভেতর আলো নাচন করে
হয়তো তোর
চাওয়া পাওয়া অজানা প্রান্তরে।
.
তবুও আমি
তোকেই ভেবে রাত হয়ে যায় ভোর
তবুও আমি
তোকে নিয়ে ভাসি অচিনপুর
তবুও আমি
কবিতা লিখি কাটেনাতো ঘোর
তবুও আমি
অন্ধকারে হয়ে যাই মন চোর।
বিষয়: বিবিধ
১৬৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন