নানা গো নানা বদলে গেছে জামানা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১৭:৩৮ দুপুর
নানা গো নানা
বদলে গেছে জামানা
দাড়ি টুপি খুইলা রাখেন
এসব আর চলবেনা
@
সবে মাত্র শুরু হইল
রাম আর বামের খেলা
লুঙ্গি খুইলা চেকিং হবে
মুসল মানের কোন চেলা
@
আযান শুনে দৌড়ে যখন
ছুটে আসবেন মসজিদে
তোমায় দেখে হাসবে সবাই
হারমুনিয়ামের বাজনাতে
@
মসজিদের দখল নেবে
গান বাজনার স্কুল
সংস্কৃতি লালন হবে
ফুটবে সেকুলারি ফুল
@
তুমি নানা অতসব
বুঝে কাম নাই
দাড়ী টুপি ছুড়ে মার
ক্লিন সেইভ চাই
@
নানা গো নানা
বদলে গেছে জামানা
দুইটা দিন সবুর কর
মুসলমান আর মিলবেনা
বিষয়: বিবিধ
১১৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন