বেইচ্চা "দে"
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ মে, ২০১৩, ০৭:৩০:৪০ সন্ধ্যা
বা’জান
ফেন্সি আসে কার্টুনে কার্টুন
সংগে আসে পেয়াজ রসুন।
কিইন্না "ল"
বা’জান
চুক্তি আসে দিস্তায় দিস্তায়
বুদ্বি আসে বিনা খরচায়।
বুইঝ্ঝা "ল"
বা’জান
ট্রানজিট চায় বিনা পয়সায়
গদি হবে স্বপ্ন দেখায়।
দেইখ্খা "যা"
বা’জান
বাঁধ দিতে চায় টিপাই মুখে
রাস্তা খুঁজে নদীর বুকে।
চাইপ্পা "যা"
বা’জান
ফেলানিরে দিছে ঝুলি
হাবিবরে ছি! কেমনে বলি।
কুলুপ "দে"
বা’জান
বাইজ্জা গেছো মাইনকা চিপায়
দেশটাই পুরা কিনতে চাই।
বেইচ্চা "দে"
বা’জান
আম জনতার নামছে ঢল
ভাদা খুঁজে চকির তল।
ভারত "চল"
বিষয়: বিবিধ
১৩৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন