রাক্ষুসী

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ মে, ২০১৩, ০৩:৪৫:২১ দুপুর

আর কত লাশ বল তুই চাস

কত সাগর রক্তে ভরবে তোর মন

আর কত বলি হবে পদ তলি

আর কত যজ্ঞের হবে আয়োজন

.

রাত্রি আঁধারে তোর নেশা বাড়ে

রক্তের হোলিতে কি মজা পাস!

তোর কি তৃষা হারিয়েছে দিশা

ঘোর অমানিশা বাংলার আকাশ

.

কোন সে ভগবান নেয় তোর প্রণাম

কার তরে তোর মনপ্রাণ

বল রাক্ষুসী কত আর নিবি চুষি

আর কত হবে নর বলিদান

বিষয়: বিবিধ

১২৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File