রাজনীতি বুঝিনা টা টা বাই বাই

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ মে, ২০১৩, ০১:৩৯:৫৯ দুপুর

রাজনীতি বুঝিনা পেটে ভাত নাই

দিন আর বদলায়না রাজা আসে যায়

ঘরে ঘরে চাকরী হবে দশ টাকার চাল

কতশত প্রতিশ্রুতি হয়ে গেল কাল

হরতালে ভাংচুর জালাও পোড়াও

দাবী দাওয়া যৌক্তিক যুক্তি দেখাও

মেনে নিলাম ঠিক আছে তুমিই ঠিক

পাছাটা গদি পেলে তাকাও উল্টো দিক

কথা দিয়ে না রাখার দিন এবার শেষ

নির্বাচনে দেখিয়ে দেব আমজনতার দেশ

যদি ভাব ঘুরে ফিরে তোমরাই রাজা

দু'টো দিন সবুর কর টের পাবে মজা!

এবার একটু সরে দাঁড়ান অতো সময় নাই

খেটে খাওয়া মানুষ আমরা খেটেই খেতে চায়

চাইনা আমরা দূর্নীতির ভাগ ভাটোয়ারা

দেশটা এবার তুলে দেব দেশ প্রেমিক যারা

আমাদের দেশ আমারাই জানি গড়তে

খবরদার আসবেনা আর ভোট চাইতে

রাজনীতি বুঝিনা টা টা বাই বাই

অনেকতো দেখালে এবার নিষ্কৃতি চাই

বিষয়: বিবিধ

১৫৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File